নিজেস্ব প্রতিবেদন
প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরে অনুষ্ঠিত হল চর্যাপদ সাহিত্য একাডেমি পুরষ্কার ২০২০।
এই উপলক্ষে আয়োজিত সাহিত্য অনুষ্ঠান হয় চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট চাইনিজ হল রুমে। এবার সাহিত্যের আটটি বিষয়ের উপর চাঁদপুর জেলার গুনীজনদেরকে সংঘঠনটি পুরুষ্কার প্রদান কর।
অনুষ্ঠানেটি উদ্ভোদন করেন মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁদপুর।
প্রধান অতিথীর বক্তৃতা রাখেন রেজাউদ্দিন স্টালিন, বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত বিশিষ্ট কবি। প্রধান আলোচক হিসাবে ছিলেন আসলাম সানী, বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত কবি। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন
কবির হোসেন তাপস, কবি ও উপদ্রেষ্টা এটিএন নিউজ। লায়ন মাহমুদ হাসান খান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী,চাঁদপুর।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রফিকুজ্জামান রণি, মহাপরিচালক, চর্যাপদ সাহিত্য একাডেমি।
সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন নুরুন্নাহার মুন্নি, সভাপতি চর্যাপদ সাহিত্য একাডেমি। আয়োজনে চর্যাপদ সাহিত্য একাডেমি, চাঁদপুর। সহযোগি সারথি হিসাবে নজরুল ইসলাম স্মৃতি সংসদ। মিডিয়া পার্টনার ফোকাস মোহনা পত্রিকা।
পুরষ্কার প্রাপ্ত গুনীজনরা হচ্ছে..
সার্বিক সাহিত্যে, কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ।
কবিতায়, কবি বীরেন মুখার্জি।
কথা সাহিত্য, হামিদ কায়সার।
গভেষনা সাহিত্যে, জাহাঙ্গির হোসেন।
শিশু সাহিত্য, মকবুল হোসেন।
বাচ্যিক শিল্পী, তানজিলা তাবাচ্ছুম মিম।
সংগীতে, আসিক কবির (মতলব দক্ষিন)
শিক্ষায়, আজমল হোসেন চৌধুরী(মতলব উত্তর)
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোকাস মোহনার সম্পাদক মাসুদ হাসান, বাতায়ন24 সম্পাদক ও সফর সংঘঠক খোরশেদ আলম বিপ্লব, প্রকাশক আজম পাটোয়ারী, সাংবাদিক গোলাম নবী খোকন, চর্যাপদ সাহিত্য একাডেমি চেয়ারম্যান ও সাংবাদিক কবি আসাদুল্লাহ কাহাফ, কবি শিউলি মজুমদার, আইরিন সুলতানা লিমা, শিল্পী নন্দীতা দাস, দুখাই মোহাম্মদ, নাজমুল হাসান সহ চাঁদপুর জেলা ও উপজেলা সমূহের কবি, লেখক, সাংবাদিক, সূধীজন ও সাহিত্য প্রিয় মানুষজন।
এই সময় আমন্ত্রিত বক্তারা সমসাময়িক সাহিত্য বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন তানজিলা তাবাচ্ছুম মিম,গান পরিবেশন করেন নন্দিতা দাস ও আশিক কবির এবং যন্ত্রসংগীত পরিবেশন করা হয়।