নিজেস্ব প্রতিবেদন
আদি এবং অন্তে সত্য ও সুন্দরে আছি এই শ্লোগানকে মূল মন্ত্র জেনে চাঁদপুর চর্যাপদ সাহিত্য একাডেমির এগিয়ে চলছে আপন সাজে, তারই কাজের ধারাবাহিকতায় আজ চাঁদপুর রোটারি ক্লাবে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান শীতকালীন গিটারসন্ধ্যা।
২০২১ শনিবার বিকাল ৪.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে মন্ত্রমুগ্ধ হাওয়াইয়ান গিটার পরিবেশন করেন।
সংগীতের সুদীর্ঘকালের সুপরিচিত গিটার শিল্পী দিলিপ কুমার ঘোষ, শিল্পী সানি জামান ও অর্পন বড়ুয়া।
শীতকালীন গিটারসন্ধ্যা উদ্বােধক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মােঃ মােস্তফা কামাল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
প্রধান অতিথীর আসন অলংকৃত করেন স্বপন সেনগুপ্ত,অধ্যক্ষ, সংগীত নিকেতন, চাঁদপুর।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন
লায়ন মাহমুদ হাসান খান
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী
তপন সরকার, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর।
মনোজ কান্তি আচার্যী,অধ্যক্ষ,স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠি, চাঁদপুর।
শেখ মহিউদ্দিন রাসেল, বিশিষ্ট লেখক ও প্রশাসনিক কর্মকর্তা, জেলা পরিষদ, চাঁদপুর।
সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি কবি নুরুন্নাহর মুন্নি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইরিন সুলতানা লিমা ও আফসানা আক্তার তন্নি।
প্রধান সমন্বয়কারী ছিলেন রফিকুজ্জামান রনি, মহাপলিক, চর্যাপদ সাহিত্য একাডেমি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির সকল সদস্য বৃন্দ ও আমন্ত্রিত অতিথীবৃন্দ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন: ফোকাস মোহনা