প্রেস বিজ্ঞপ্তি।
আদি এবং অন্তের সত্য ও সুন্দরে আছি- এই শ্লোগানে এগিয়ে চলা প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি নতুনভাবে নিযুক্ত করছে আরো চার পরিচালক।
প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি এবং আলাদাভাবে দ্বায়িত্ব বন্টনের প্রয়োজনে নতুন পরিচালকদের নিযুক্ত করা হয় বলে জানিয়েছে কতৃপক্ষ।
ইতিমধ্যে প্রতিষ্ঠানের সভাপতি এবং নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান অনুমোদন ক্রমে চার পরিচালক বরাবর চিঠি ইস্যু করেছেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি। ২(২০)(৫) নং স্মারকের পত্রের আলোকে নতুনভাবে আর্কাইভ ও নথি ব্যবস্থা পরিচালক পদে সাহিত্য পত্রিকা বাতায়ন24ডট কম এর প্রকাশক কবি আজম পাটোয়ারী, উপ-পরিচালক পদে কবি জহির মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক পরিচালক পদে সকলের কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ফয়েজ আহমেদ এবং মহিলা বিষয়ক পরিচালক পদে শ্রীমতী জয়ন্তী ভৌমিককে নিযুক্ত করা হয়।
একই পত্রের আলোকে লেখক মোখলেছুর রহমান ভুঁইয়াকে চর্যাপদ সাহিত্য একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের সদস্যের দায়িত্ব প্রদান করা হয়।