সৌমেন দেবনাথ
আলতা দিদি পুলতা দিদি
সবাই তোমার আপন,
তাদের কাছে প্রয়োজন পড়লে
বুঝবে আসল বাঁধন।
সবাই সাধু কোকিল সাজে
উপরিভাগ নরম,
যে যায় লঙ্কা সে হয় রাবণ
এটাই সত্য পরম।
মিষ্টি বাক্যে সঙ্গ দেবে
নেবে যত তথ্য,
পরের দিনই বুঝবে তুমি
তিনি কী এক পথ্য!
ভুক্তভূগী থাকবে পাশে
দেবে সব কথায় সায়,
তিনিই হাতে মসনদ পেলে
তোমায় দেবে বিদায়।
শক্তি যাদের নেইকো হাতে
সহজ তাদের কেনা,
তারাই হাতে কলম পেলে
যাবে না আর চেনা।
পথের দেখা না পেয়ে যে
খেতো নিয়ত ঘোল,
যেই অবস্থা বদলে গেছে
বদলে গেলো তার বোল।
জলে বেড়ে যে মৎস
ভুলে যাবে জল,
ছটফটিয়ে মরবে সে
পাবে ভুলের ফল।
বড় তুমি হও আরো ভাই
উজ্জ্বল হোক সম্মান, কূল,
ভুলে যেতে নেই তাই অতীত
ভুলতে নেই উৎসমূল।
(যশোর)