এস আর এ হান্নান
ধামাধরা চাটুকার
বর্ণনাতে চমৎকার
কেন এতো ভ্রস্টাচার!
ফঁন্দিটন্দি সবই তার
ভেঙ্গে হলো চুরমার
কেন এতো মিথ্যাচার!
আলোহীন আঁধার
পিঠে চলে গাঁধার
কেন এতো প্যাচালকার!
পরের ছন্দে গীতিকার
থাকে সদা হুশিয়ার
কেন এতো অপকার!
গল্পগড়েন বিরাট আঁকার
মলাটখানা অতি কালার
কেন এতো হুঙ্কার!
হোকনা দিয়ে উপহার
পটু নিতে উপকার
কেন এতো যন্ত্রণার।
অবস্থা বুঝে নমস্কার
সবকিছুতেই দম্ভতার
কেন এতো অহঙ্কার!
সবার মাঝে বিস্তার
দ্বিমতে নাই নিস্তার
কেন এতো তিরস্কার!
লেজুড়বৃত্তি বার বার
বিবেকগণ হলো ভার
কেন এতো যাতণার!
কৌশলে খাবে সবার
বোঝে কী লজ্জাকার
কেন এতো দ্বন্দ্বতার!
স্বভাব খানা সমজদার
গোলহট্ট পাকায় বাহার
কেন এতো সমাহার!
আমিকার তুমিকার
ও বাপু জমিদার
কেন এতো কারবার!
চর্চা যতো ব্যাথার
সবই অলস মাথার
কেন এতো ঝামেলার!
গাছ তলার কর্মকার
নিত্য করে অঙ্গীকার
কেন এতো দুর্বার!