পলি
আমি স্বাধীনচেতন রবি
নিজের ইচ্ছে মতো চলি
হঠাৎ একদিন চন্দ্রাবতীর সাথে দেখা
তার রূপের শেষ নেই
শরীর বেয়ে গড়িয়ে পড়ে কিরণ
মখমলের মতো নরম তার পা
সোনায় মোড়ানো অঙ্গ তাঁর !
চোখের পলকে নিশিকে করে আলো
লাজুক লাজুক হাসিতে করতে পারে পাগল
ঝাউবনের মাথার উপর রোজ নিশিতে দোলে
কিচিরমিচির পাখিগুলো খুলে গল্পের ঝুড়ি!
মিশিয়ে যায় নয়নতারার সাথে
হাওয়াই মিঠায়ের মতো মিষ্টি তার মুখ
মাছরাঙ্গার ঠোঁটের মতো তীক্ষ্ম তার ঠোঁট!
ছুঁতে গেলে লজ্জায় ডুবে যায়
মাঝেমধ্যে গা দুলিয়ে কাঁপে
হলুদ রঙের শাড়িতে লাগে পরী
তার রূপেতে পাগল ধরনীগুলের মানব মানবী!