তুমিতো নহে মোর দেবদাস,
তবে কেনো উদাস আজ?
আমার পানে নয়নো দৃষ্টিতে।
আমি পরি না অতো
দৃষ্টির ভাষা পড়িতে।
তাইতো নিজেকে নিয়েছিলাম গুটিয়ে
তোমার ভাবনা দিয়েছিলাম মিটিয়ে।
তবে কেনো আজ এমন আকুতি?
তবে কি? পার্বতী সনে ঘটেছে
কোনো অসঙ্গতি?
নাহি হবার তা, সে তোমার মন কাঁড়া।
হৃদয় কূঞ্জ হরিণী।
তবে কি? ক্ষনিকের তরে
ভাবছো মারে চন্দ্র মুখি?
সেও না হয় হলাম তোমার জন্যি!