পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাউজান পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের প্রয়োজন হবে না- এমনটাই আভাস মিলেছে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে।
গতকাল (মঙ্গলবার) প্রার্থীদের ফরম জমাদানের সর্বশেষ দিনে মেয়র পদে ১ জন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জমির উদ্দিন পারভেজ তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি ছাড়া এ পদে আর কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
চট্টগ্রাম নগরীর সংশ্লিষ্ট একটি দপ্তর থেকে বিএনপি মনোনীত প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও আবু জাফর চৌধুরী তার মনোনয়ন ফরমটি অজ্ঞাত কারণে জমা দিতে আসেননি। অন্যদিকে ৯টি সাধারণ কাউন্সিলর পদে ১০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩। তম্মধ্যে স্বতন্ত্র ১ জনসহ মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ১২টি পদের ১৩ প্রার্থীর মধ্যে ১২টি পদেই একক প্রার্থী দিয়েছে রাউজান আওয়ামী লীগ।
শুধুমাত্র ৬ নম্বর ওয়ার্ডে একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি ১২ জনই উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। কাল (৪ ফেব্রুয়ারি) যাচাই-বাছাইয়ে সবকিছু ঠিকঠাক থাকলে এবং ৬নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে এ পৌরসভায় আর ভোট অনুষ্ঠানের প্রয়োজন পড়বে না বলে মনে করা হচ্ছে।
জানা যায়, গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামকে সঙ্গে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এরপর একেএকে সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থিরা তাদের মনোনয়নপত্র জমা দেন। ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত জমাদানকারী প্রার্থীদের মধ্যে একজন (৯নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন) ছাড়া বাকিরা সবাই বর্তমান কাউন্সিলর।
তারা হলেন, সংরক্ষিত মহিলা পদে ১,২,৩ নং ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪,৫,৬ ওয়ার্ডে জেবুন্নেছা, ৭,৮,৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি, সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে বর্তমান আলমগীর আলী, ২নং ওয়ার্ডে বশির উদ্দিন খান, ৩নং ওয়ার্ডে কাজী মো. ইকবাল, ৪নং ওয়ার্ডে শওকত হাসান, ৫নং ওয়ার্ডে জানে আলম জনি, ৬ নং ওয়ার্ডে এডভোকেট সমীর দাশগুপ্ত, ৭নং ওয়ার্ডে আজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, ৯নং ওয়ার্ডে জসিম উদ্দিন। এছাড়া ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিকাশ দাশগুপ্ত।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগ সংবাদ কর্মীদের জানান, মেয়র পদে ১জন, কাউন্সিলর পদে ১০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩জন ছাড়া আর কোন প্রার্থী মনোনয়পত্র জমা দেননি।
রিটানিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। এই পৌরসভায় ইভিএমের মাধ্যমে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের ঘোষণা ছিল। এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৫ শত ৮৪ জন। পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪৮ জন, নারী ভোটার ২৪ হাজার ১৩৬ জন।
সর্বশেষ রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচন হয়েছিল শুধু মেয়র পদে বিএনপি প্রার্থী থাকার কারণে। সেইবার ৯টি সাধারণ ও ৩ সংরক্ষিত কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বর্তমান কাউন্সিলররা।