সৌমেন দেবনাথ
যতই তুমি জমিদার হও
যতই রঙে রাঙা,
মানুষ তোমায় মন্দ বলবে
ঘর যদি হয় ভাঙা।
যতই ব্যাংকে থাকুক টাকা
কথা কিন্তু হাচা,
মানুষ তোমায় দেবে না দাম
ঘর যদি হয় কাঁচা।
যতই দামি পোশাক পরো
মূল্য তোমার ভেড়ার,
দামি মোবাইল থেকে লাভ কী
ঘর যদি হয় বেড়ার।
যতই বড় চাকরি করো
চাইবে লোকে বাঁকা,
মানুষ তোমায় মানুষ বলবে
থাকলে ঘর এক পাকা।
কনে পক্ষ ফিরে যাবে
বুঝে ঘরের হাবভাব,
ঘর থাকলেই হবে না আবার
থাকতে হবে আসবাব।
সুখের আশায় বাড়ি করে
জীবন সঞ্চয় ঢেলে,
ঘর উঠে কোমরও বাঁকে
সুখ কী তাতে মেলে!
চাষের জমি বিক্রি করে
আবার কেউ করে ঋণ,
ঘর হয়, ঘরে উঠে না ধান
ঘোড়ারোগে দীন-হীন।
ঘরের তলা বাড়ে উপর
সুখ কী তাতে ঝরে?
মনের মিলে স্বর্গ নামে
ভাঙা বেড়ার ঘরে।