সৌমেন দেবনাথ
তোমার হাতের রান্না দেখলে
জিভে আসে জল,
তোমার চোখের কান্না দেখলে
চোখে নামে ঢল।
তোমার মুখে কষ্ট ভাসলে
চোখ হয় ছলছল,
তোমার ঠোঁটের তিলে চাইলে
পড়ে না আর পল।
তোমার মুখের হাসি দেখলে
আমি যাই ফেঁসে,
তোমার রূপে চোখ বুলালে
আমি যাই ভেসে।
কভু তুমি দুঃখ পেলে
বুকে শূল বিঁধে,
তোমায় দেখে আশ মেটে না
বেড়ে যায় ক্ষিধে।
থাকলে তুমি ছুঁয়ে ছুঁয়ে
চাই না আর কিছু,
রইলে তুমি দূরে দূরে
ছাড়বো না পিছু।
সাজলে তুমি সাজো বা সাজো
তুমি হুরপরী,
মনের ঘরে রাখবো বেঁধে
বাঁচি বা মরি।
চোখে একটু কাজল এঁকো
কপালে টিপ দিও,
কাজের ফাঁকে এসে একটু
দেখা দিয়ে যেও।
তোমায় দিয়ে আমায় নিও
ভেসে একটু ভাসিও,
আদর নেয়া শেষে তুমি
চোখ পাকিয়ে শাশিও।