প্রতি বছর ডিসেম্বর আসে দুর্নিবার আশা আর আকাঙ্খার বারতা নিয়ে। হেমন্তের নবান্ন আমোদন আর কুয়াশার চাদর জড়ানো মহান এই মাসের সাথে জাতীয় জীবনের সম্পর্ক-রাজনৈতিক, সাংস্কৃতিক ও আবেগের। আমাদের মানচিত্র, লাল-সবুজ পতাকা, নিজস্ব সত্তা-পরিচয় ও বিকাশের বীজ এই মাসেই অঙ্কুরিত হয়েছিল।একাত্তরের দামামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন বীরবাঙালী। একাত্তরে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের রয়েছে অনন্য ও অসামান্য অবদান। তাঁদের প্রতি রইলো নতনম্র শ্রদ্ধা।
এস আর এ হান্নান
বার্তা সম্পাদক,বাতায়ন24.কম