শিউলী মজুমদার
সাঁই আমি কোন পথে যাই,
মায়াময় ভবের পথে হাঁটতে গিয়ে,
পথের মাঝে পথ হারাই।
সাঁই আমি কোনপথে যাই।
পূর্ব বলে ভজলে এপথে,
সবই পাবে যেতে যেতে।
পশ্চিম বলে কি যে বলো!
ঐপথ নয় তো ভালো।
আমার পথে আসলে পরে,
গুরুর চরণ পাবে তবে।
উত্তর বলে ঐগুলো সব মিথ্যা সমাচার,
আমার পথে হাঁটলে তবে,ভব দুঃখ ঘুচবে তোমার।
দক্ষিণ বলে দোষে ভরা ঐ পথে,
হাঁটবে না কোনকালে।
আমার পথে হাঁট যদি,
পার হবে এই ভবনদী।
সাঁই আমি কোন পথে যাই,
এতো গোলক ধাঁধার মাঝে আমি
কি করে তোমার চরণ পাই,
সাঁই আমি কোন পথে যাই।
গোলক ধাঁধায় পড়ে আমি
পথের মাঝে পথ হারাই।