সম্পাদনায় : মেহজাব আহমেদ প্রবাল
গোপাল একদিন বেয়াই আর বেয়াইনের সাথে বেড়াতে গিয়ে কোন এক ঝোপের আড়ালে প্রস্রাব করতে বসেছে।
বেয়াই বলছে, ‘গোপাল উত্তর দিকে মুখ করে প্রস্রাব করছ যে, ওদিকে মুখ করে প্রস্রাব করা শাস্ত্রে মানা আছে।’
আর বেয়াইন বলছে, ‘দক্ষিণ দিকে মুখ করে প্রস্রাব করাও শাস্ত্রে মানা।
এই কথা শুনে গোপাল বলছে, ‘আমরা ছোট মানুষ, বেয়াই যেই মুখ বললেন সেই মুখেও প্রস্রাব করি, আবার বেয়াইন যেই মুখ বললেন সেই মুখেও করি।
উত্তর শুনে তো দু’জনই একেবারে চুপ।