এম.এইচ সাইমন হাসান
মনটা যদি হয় রে সাদা
দেহ হোক না কালো,
ভিতরে গুণ খুঁজো সবাই
সেটাই হবে ভালো ।
আজকে যারে কালো বলেই
করছি সবে হেলা,
সেই হয়তো হবে মোদের
কারো সুখের বেলা ।
হিংসা করে কালো মানুষ
দেখছি কতো জন,
সবাই খুঁজে গায়ের রূপ
খুঁজে না কেউ মন ।
কালো কিংবা রূপসী হোক
কেউ না করি হেলা,
কেউতো কালো কেউ রূপসী
সবি খোদার খেলা ।
কালো মেয়েই হতেও পারে
কারো ঘরের রানী,
কার সাথে যে কাহার জুড়ি
আমরা কি তা জানি ?