সম্পাদনায় : তানভীর আহমেদ
আজকের সাধারন জ্ঞানের জেলা পরিচিতির আলোচনায় থাকছে গাজিপুর জেলা নিয়ে বিস্তারিত, তাহলে চলুন মূল কথায়।
গাজীপুর জেলার অবস্থান
গাজীপুর বাংলাদেশ-এ মধ্যাঞ্চলের একটি জেলা যার ভৌগলিক অবস্থান হচ্ছে
স্থানাঙ্ক: ২৪°০′০″ উত্তর ৯০°২৫′৪৮″ পূর্বস্থানাঙ্ক: ২৪°০′০″ উত্তর ৯০°২৫′৪৮″ পূর্ব |
জেলার আয়তন
• মোট ১৭৭০.৫৮ কিমি২ (৬৮৩.৬২ বর্গমাইল)
গাজীপুর জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস আর ঐতিহ্যের দিক দিয়ে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর।

মোগল – বৃটিশ -পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প কারখানাসহ দেশের তৈরী পোষাক শিল্পের বিরাট অংশ। আমাদের মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়।
ভৌগোলিক সীমানা
গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকাসমূহ
গাজীপুর জেলায় ৫টি উপজেলা রয়েছে এগুলি হলোঃ
কালিয়াকৈর উপজেলা
কালীগঞ্জ উপজেলা
কাপাসিয়া উপজেলা
গাজীপুর সদর উপজেলা এবং
শ্রীপুর উপজেলা
এছাড়াও গাজীপুর শহরে
গাজীপুর সিটি কর্পোরেশন আছে।
জেলার ইতিহাস
ইতিহাস খ্যাত ভাওয়াল পরগণার গহীনবনাঞ্চল আর গৈরিক মৃত্তিকা কোষের টেকটিলায় দৃষ্টিনন্দন ঐতিহাসিক এ জনপদ ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।
শিক্ষা প্রতিষ্ঠান
জাতীয় বিশ্ববিদ্যালয়
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
দারুল ইহসান ইসলামিক ইউনিভার্সিটি
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রত্নসম্পদ
ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর
ইন্দ্রাকপুর (প্রাচীন রাজধানী),
শ্রীপুর বলধার জমিদার বাড়ী,
বাড়ীয়াটোক বাদশাহী মসজিদ, কাপাসিয়া
পূবাইল জমিদার বাড়ী, পূবাইল
সেন্ট নিকোলাস চার্চ, কালীগঞ্জ
শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর.
বলিয়াদী জমিদার বাড়ী, বলিয়াদি, কালিয়াকৈর.
ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী,জয়দেবপুর
শৈলাট, শ্রীপুর
কাশিমপুর জমিদার বাড়ী,গাজীপুর সদর
দত্তপাড়া জমিদার বাড়ী, টঙ্গী
কপালেশ্বর (ধ্বংসপ্রাপ্ত পুরাকীর্তি), রাজা শিশু পালের রাজধানী
একডালা দুর্গ, কাপাসিয়া
মীর জুলমার সেতু, টঙ্গী
সাকাশ্বর স্তম্ভ, কালিয়াকৈর
দর্শনীয় স্থান
ভাওয়াল রাজবাড়ী
ভাওয়াল জাতীয় উদ্যান
আনসার একাডেমী, সফিপুর
নুহাশ পল্লী
জাগ্রত চৌরঙ্গী
বলিয়াদী জমিদার বাড়ী
শ্রীফলতলী জমিদার বাড়ী
নাগবাড়ী, চান্দনা, চৌরাস্তা।
নাগরী, পাঞ্জুরা চার্চ
রাংগামাটিয়া, তুমিলিয়া, কালীগঞ্জ
বঙ্গবন্ধু সাফারি পার্ক
মন পুড়া পার্ক, কাশিমপুর,গাজীপুর
নাগরী টেলেন্টিনুর সাধু নিকোলাসের গীর্জা
বড় ভূঁইয়া বাড়ী, লুটিয়ারচালা, ভবানীপুর, গাজীপুর

এছাড়াও কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী নামক গ্রামে সাম্প্রতিককালে ৩০০ বছরের পুরানো একটি সাদা পাকুড় গাছ আবিস্কৃত হয়েছে যা এ পর্যন্ত বাংলাদেশের আর কোথাও দেখা যায় নি। গাছটিকে ঘিরে পর্যটনশিল্প গড়ে উঠার সম্ভাবনা রয়েছে।
জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
মোঃ সামসুল হক, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি
আবু জাফর শামসুদ্দীন
আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা, বাংলাদেশের প্রাক্তন সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা।
আহসানউল্লাহ মাস্টার, রাজনীতিবিদ
এম জাহিদ হাসান – পদার্থবিদ,ভাইল ফার্মিয়ন কণার আবিষ্কারক।
আমাদের পরবর্তি জেলা পরিচিতি জানার জন্য সাথে থাকুন বাতায়ন24 সাহিত্য পত্রিকার।