মুক্ত বিহঙ্গ হৃদয়ের স্পর্শ পেতে
বহু দূরে ছুটি সমুদ্রগামী স্রোতে,
রয়েছো তুমি নিরবধী আনন্দের কোলে
রক্ত কুসুম উঠছে ফুটে হৃদয় কোমল দুলে।
চেয়ে আছো তুমি স্বপ্ন দৃষ্টি নয়নে
সম্মুখে দেখি আঁধারে গেছে ঢেকে,
কোলাহলহীন শান্ত নিবিড় কুটিরে
যাদুজালে তোমাকে রয়েছে সকলে ঘিরে।
আলোক আনন্দ অন্তহীন ডানা মেলে
ভেসে চলি আমি ভেজা শিশিরের জলে,
স্বপ্নে বুনি পাখিদের মতো নীড়
পথে হাজারো দেখি গুপ্তঘাতকের ভীড়।
শোকাচ্ছন্ন হয় সনাতন অবুঝ মন
অনুভব করি হারিয়ে ফেলার আলিঙ্গন,
হাতছানি দিয়ে ডাকে মন ভাঙ্গার ঢেউ
হৃদয়ের ব্যথা বোঝে না আমার কেউ।।