শিউলি খাঁন
(পৃথিবীর সকল মায়েদের জন্য শ্রদ্ধা)
কোন এক ক্ষণে দেহের অভ্যন্তরে এলে তুমি,
এক বিন্দু রক্ত কনা হতে জন্ম তোমার
একটু একটু করে তোমার বেড়ে ওঠা, আমার উদরে।
অনুভব করেছি তোমায়,
প্রতি মুহুর্তে ভালবেসে।
প্রথম যেদিন জানান দিলে তোমার অস্তিত্ব,
একটু নড়েচড়ে কেঁদেছিলাম আমি,
ভয়ে নয়–আনন্দে।
আমার অংশ তুমি,আমার আত্মা
না-পাওয়ার মাঝে ও তুমি যে আমার পরম পাওয়া।
এভাবে একটি একটি করে,
দিন হলো গত অতি সন্নিকটে দিন,
তবু তোমার জন্য অপেক্ষারত
কত রাত কেটে গেছে নির্ঘুমে।
নিদারুণ কষ্টে এক নিমিষে হয়েছে দূর,
তুমি ও জেগেছিলে গর্ভে
এক কাপুনির জানান তোমার “মা”
একা নও তুমি।
হ্যাঁ তুমি ছিলে আমার,সেদিনের নিঃসঙ্গতার সাথী।
যেদিন তোমার আগমনের ধেনু ওঠলো বেঁজে ভীষন কষ্ট হসপিটালের
লেবার রুমে কি-এক কষ্ট মরন পণ,
তবু ও তোমার হয় না আগমন।
শেষ ক্ষনে, অপারেশন টেবিলে যখন অসহায় চেয়েছি আল্লাহ হোক
তোমার সহায়।
ভীষন কান্না দিয়ে জানালে,
তোমার আগমন বার্তা।
আবারো কেঁদেছিলাম জয়োল্লাসে,
কপালে তোমার এঁকেদিলাম জয়টিকা।
তুমি যে আমার পরম পাওয়া,
আমি যে গর্ভধারিণী!!