মোহাম্মদ আরিফ হোসেনঃ
১৯৯৮ সালে প্রথম চালু হয় তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি ওয়াইফাই ইন্টারনেট সুবিধা।
গেল ২২ বছরে ওয়াই-ফাই এর সবচেয়ে বড়ো আপডেট আসতে চলেছে খুব সম্প্রতি।
ওয়াই-ফাই ব্যান্ডকে ৬ গিগাহার্জে উন্নীত করে আপগ্রেডের সাংকেতিক নাম দেয়া হয়েছে ” Wi-Fi 6″
বর্তমানে যে সকল ওয়াইফাই ডিভাইস আছে, এগুলোতে দুই’ধরনের (২.৪ ও ৫ গিগাহার্জ) স্পেকট্রাম ব্যান্ড সমর্থন করে। তবে নতুন ওয়াইফাই চলবে ৬ গিগাহার্জে।
নতুম এ ব্যান্ডে ইন্টারনেট ব্যবহারে কর্মক্ষমতা ও ডেটা রেট আগের চেয়ে অনেক বাড়বে।
যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া,সংযুক্ত আরব আমিরাত ও চিলি ৬ গিগাহার্জ ব্যান্ডের ওয়াইফাই ব্যবহারের জন্য বর্তমানে কাজ করে যাচ্ছে।
একিসাথে কানাডা, জাপান, মেক্সিকোসহ আরও অনেক দেশ এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে।
চলতি বছর বাজারে আসতে যাওয়া নতুন হ্যান্ডসেট, ল্যাপটপ, টিভি, রাউটার ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যগুলোতে ‘Wi-Fi 6’ প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে।