হাসান বাবু
নিজেকে খুঁজে ফিরি
আকাশের সাদা মেঘে
সমুদ্রের গভীরতায়
পাহারের পাদদেশে।
নিজেকে খুঁজে ফিরি
অজানা সুখের রাজ্যে
অফুরন্ত ভালোবাসা ময় হ্রদয়ের মধ্যে
কবি সাহিত্যিকদের গল্প কবিতার
রোমান্টিক, ট্রাজেডির হিরো চরিত্রে ।
নিজেকে খুঁজে ফিরি
ধনী মনের ধন ভান্ডারে
চারিদিকে শুধু আমার প্রশংসা আর গুনগান
আমার রাজ্যে আমি রাজা
বাকি সবাই প্রজা।
যখনি ঘোর ভেঙ্গে যায়
নিজেকে খুঁজে পাই
বাস্তবতার প্রেমহীন, ধনভান্ডারহীন এক জগতে,
খুজে পাই মরুভূমির উত্তপ্ত বালুকনাময় বাস্তব জীবনে
তখনি আমি হতাশ
হয়ে যাই দেবদাশ।
আমার কল্পনা আর বাস্তবতা
খুজে পায় না কোন মিল ,তাইতো শুরু হয় জীবনে গড়মিল।
তখনি আমি হয়ে যাই আমার চোখে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ,
অন্যকে সুখী ভেবে থাকে না আমার হুশ।
তাই তো বলি করনা আর আকাশ কুসুম কল্পনা,
তাহলেই শেষ হবে জীবন দুঃখের জল্পনা।
নিজেকে খুঁজে পেতে হবে বাস্তবতায় ,
বেঁচে থাকতে হবে সুন্দর জীবনের আশায়।
পারি যদি জীবনকে সাজাতে ,
পারব কল্পনার সাথে মিলাতে,
সফলতা এসে দিবে ধরা,
জীবন হয়ে উঠবে সুখময়ে ভরা।