নুয়ে পড়া বিকেলের-বাদামী রোদ্দুরে বসে; পশ্চিমের সূয্যিটাকে মনে হয় ঝলসানো রুটি!
চেয়ে দেখো;
হালের সুকান্ত আমি নিজেই-
নিয়তির কলম দিয়ে পেটের জমিনে লিখে যাই ক্ষুধার কথকতা!
পড়ে নাও-বুঝে নাও- যদি থাকে অন্তরে আলো।
-না থাকলে?
জনপদে জ্বলা ঐ শোকের মলিন চিতা থেকে আগুন এনে অন্তরে ঢালো;
বুঝবে তবে সব!
এ নিঠুর সময় একে একে কেড়ে নিলো নগর শহরের যত হাসি কলরব -ছন্দ -আনন্দে মোড়া গীতি!
নিতে পারলোনা শুধু; নিতে পারলোনা!
জঠরে জ্বলা ক্ষুধার আগুন;
বড়বেশী তেজ বুঝি তার?
ভেসে যাক সে প্রশ্ন মহাকালের দ্বারে…
হালের সুকান্ত লিখুক-
ক্ষুধার কথকতা!
আর?
-ক্যামেরায় বন্দী থাক
তোমাদের এইসব মেকি মানবতা!
নুয়ে পড়া বিকেলের-বাদামী রোদ্দুরে বসে; পশ্চিমের সূয্যিটাকে মনে হয় ঝলসানো রুটি!
চেয়ে দেখো;
হালের সুকান্ত আমি নিজেই-
নিয়তির কলম দিয়ে পেটের জমিনে লিখে যাই ক্ষুধার কথকতা!
পড়ে নাও-বুঝে নাও- যদি থাকে অন্তরে আলো।
-না থাকলে?
জনপদে জ্বলা ঐ শোকের মলিন চিতা থেকে আগুন এনে অন্তরে ঢালো;
বুঝবে তবে সব!
এ নিঠুর সময় একে একে কেড়ে নিলো নগর শহরের যত হাসি কলরব -ছন্দ -আনন্দে মোড়া গীতি!
নিতে পারলোনা শুধু; নিতে পারলোনা!
জঠরে জ্বলা ক্ষুধার আগুন;
বড়বেশী তেজ বুঝি তার?
ভেসে যাক সে প্রশ্ন মহাকালের দ্বারে…
হালের সুকান্ত লিখুক-
ক্ষুধার কথকতা!
আর?
-ক্যামেরায় বন্দী থাক
তোমাদের এইসব মেকি মানবতা!