সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত মানুষের জীবনমান উন্নয়নে গৃহিত কার্যক্রমের আওতায় সারাদেশে ৩৫০০ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে মুজিব বর্ষ উপলক্ষে সেমি পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে শেখ হাসিনা সরকার।
এর ধারবাহিকতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামের মরাবস্তা পুকুর পাড়ের চারদিকে ৫০টি সাঁওতাল পরিবারকে সেমি পাকা বাড়ি তৈরি করে এবং জমির মালিকানাসহ দলিল করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাঁওতাল পরিবারের সদস্যরা বাড়ি পেয়ে বঙ্গবন্ধুকন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য গত ২৩ জানুয়ারি ২০২১ সারাদেশ ৬৬ হাজার ১৮৯ টি গৃহহীন পরিবারেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেমি পাকা বাড়ি উপহার দিয়ে বিশ্বে এক অনন্য নজীর সৃষ্টি করেছেন।