তানভীর আহমেদ
ক্ষতি নেই…?
ভেঙ্গে যাওয়া মাটির খেলনাটার পাশে বসে
মনের দন্দ্ব মেটানোতে।
ক্ষতি নেই…?
হেরে যাওয়া প্রেমিকার মন ভোলানো
নিশ্চুপ নিরালে আধারি পথে।
ক্ষতি নেই…?
আমার এ দু’হাত ছেড়ে অন্য হাত ধরলে
তুমি নিজের সুখ অন্বষনে।
ক্ষতি নেই…?
আমার বুকে পাথর রেখে অন্যকে আজ
উজার করে ভালবাসলে।
ক্ষতি নেই..?
প্রশ্নের উত্তরে হোক আর একটা প্রশ্ন
অসমাপ্ত জীবনের গল্পে।
ক্ষতি নেই…?
মেনে নিব শুধু তোমারি জন্য
আমার একাকী রাত জ্যোৎস্নাহীন ম্লান আকাশে।
ক্ষতি নেই…?
আমার চোখের অব্যক্ত ভাষা গুলি যদি না
বুজো তুমি আমার মত করে।
ক্ষতি নেই…?
সব কিছু প্রশ্নবোধ হয়ে দাড়িয়ে যাবে
অসমাপ্ত খেলনা ভাঙ্গার মত করে।