আরাফাত
সাল একাত্তর, বছরের মাঝামাঝি সময়।
চারিপাশে লাশের স্তুপ,
উৎকট গন্ধে বিভৎসতা ছড়াচ্ছে বাতাশ,
স্বজন হারানো রোনাজারিতে প্রতিবিম্ব হয়ে কাপছে –
শরতের সুভ্র মেঘমাখা
দিগন্ত বিস্তৃত ঐ নীল আকাশ।
ধর্ষিত বোনের নিথর দেহ পড়ে আছে নর্দমায়!
চিনতে পারছেনা ভাই,
সদ্য কলেজ পড়ুয়া, স্তন কাঁটা উন্মুক্ত বক্ষ দেখে
আহাজারি করছে পিতা!
চারিপাশে পড়ে আছে পোড়া লাশ!
আর চিতার জলন্ত সব ছাই।
হ্যা,সাল একাত্তর!
বছরের মাঝামাঝি সময়!
জমিয়ে রাখা চাপাকান্না-
আর প্রিয়জন হারানো আর্তনাদে ভারি হয়ে উঠেছিল
প্রতিটি নিঃশ্বাস!
সাতাশ বছরের ক্ষোভ,যেন ছড়িয়ে দিচ্ছিল
আগ্নেয়গিরির জলন্তলাভা
ভেঙ্গে চূড়ে গিয়েছে বিশ্বাস,
জীবন হয়ে উঠেছিল নিদারুন এক নাভিশ্বাস।
ভয়াল কাল রাত্রির পর
শুরু করেছিল ঐ দুরাচারীরা ভয়ংকর যে খেলা,
অস্তমিত হয়ে পড়েছিল প্রায়,আমার এ স্বর্গ!
ডুবতে বসেছিল তার বেলা।
শত অনিশ্চয়তা আর অন্ধকারের মাঝে
বুক চিতিয়ে রণসাজে
জ্বলন্ত অঙ্গার হাতে,উঠে এসেছিল সেদিন
কিছু বিচ্ছু তরুণ,
তাদের রক্তিম চাহনির মাঝে
বারে বারে লুকাচ্ছিল, ডুবতে বসা ঐ বরুণ।
হ্যা ওরা ক্ষ্যাপা,পাগলাটে!
ঠিক যেন পৌরাণিক ফিনিক্স পাখি,
অগ্নি-ছাই মেখে ছুটে এসেছে বদলা নিতে
হাতে বাঁধা ছিল,
শেষ বিদায়ে পড়িয়ে দেওয়া ভগিনীর রাখি।
ওরা ক্ষ্যাপা, ক্র্যাক প্লাটুন!
হ্যা, হ্যা তারা পাগলাটে ক্ষুদ্ধ ক্র্যাক প্লাটুন।
আমেরিকায় যেতে চায়নি রুমি
গ্রেনেড হাতে অপ্রতি-দ্বন্দ্বী বদি
মার খেয়ে অজ্ঞান হওয়া আজাদ তখনো বলেনি
কারো নাম,
সিতার সতীত্ব বাঁচাতে, ঠিক যেন ছুটে এসেছিল সেদিন
ভগবান শ্রী রাম।
হ্যা সাল একাত্তর!
বছরের মাঝামাঝি সময়।
জাহানারা ইমাম রাজি করাতে পারেনি রুমিকে
যেতে আমেরিকা,
হয়তো বেঁচে যাবে ছেলে!
উজ্জ্বল হবে ভবিষ্যৎ, জ্বালাবে গৌরবের প্রদিপ শিখা।
না! রুমি সেদিন রাজি হয়নিকো
মায়ের নিদারুণ কথায়,
দেখে বঙ্গ জননীর ক্ষত-বিক্ষত বুক!
আৎকে উঠেছিল রুমি,
অজানা আর অচিন ব্যাথায়।
মায়ের কথা রাখেনি সে-
ছুটে গিয়েছিল স্টেনগান আর গ্রেনেড হাতে,
কাপিয়ে দিয়েছিলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল!
বদি,আজাদ,খোকা সহ –
নাম না জানা আরো অনেকে সাথে।
পিশাচের সাথে এঁটে উঠেনি রুমি!
হেরে গেছে যুদ্ধ পাশায়,
স্বপ্ন তার হেরে যায়নি, দেখবে স্বাধীন বাংলা
হ্যা,হ্যা এ আশায়।
ভাগ্য খেলায় পার পায়নি রুমি
দেখে যেতে পারেনি
স্বাধীনতার ঐ সোনালি সূর্য
আজ সবাই আছে,সবই আছে
শুধু সময় স্রোতে বালি চাপা পড়ে গেছে
গেঁথে যাওয়া তার তূর্য।
সাল একাত্তর!
বছরের মাঝামাঝি সময়।
আজ দেশ স্বাধীন।
পেয়েছি নতুন পরিচয়,
আমরা নইকো আর পরাধীন।
লাল-সবুজের একটি পতাকা আছে,
আছে নিজেদের স্বর্গসম এক খন্ড সোনালি মানচিত্র,
শুধু নেই রুমি, বদি,আজাদ সহ
ক্র্যাক প্লাটুনের সেই ক্ষ্যাপারা
যাদের লৌহ-কণায় এ ভূমি হয়েছে বারে বারে সিক্ত!
সাল একাত্তর।
হ্যা সাল একাত্তর,
বছরের মাঝামাঝি সময়।
অনেক সুন্দর হইছে❤❤❤❤