সৌমেন দেবনাথ
ব্যাটার নাকে সর্দি থাকে
দাঁতে দেয় না সে ব্রাশ,
জয়া আহসানকে দেখে
ব্যাটায় আবার খায় ক্রাশ।
এলাকায় বখাটে ব্যাটা
মানুষের চোখে ত্রাস,
ফেসবুকেতে সভ্য সাজে
মেহজাবিনে খায় ক্রাশ।
চলার পথে দিচ্ছে বাঁধা
কত কী করছে গ্রাস,
ফেসবুকেতে স্টাটাস দেয়
পূর্ণিমা যে তার ক্রাশ।
চুরি ছেড়ে ডাকাত সাজছে
বিবেক পাচ্ছে যার হ্রাস,
স্টোরিতে দিচ্ছে ছবি
শাবনূরে ভীষণ ক্রাশ।
নিজে বদ, অন্তরে কুৎসিত
সুন্দর করছো বিনাশ,
ফেসবুকেতে সুন্দর দেখলে
উল্টে-পাল্টে খাও ক্রাশ।
উপর যতই হোক না কালো
ভেতরে থাকুক শাঁস,
জীবন তুমি গড়ো সুন্দর
যাতে মানুষ খায় ক্রাশ।