রাম জোয়াদার,কোটচাঁদপুর ,ঝিনাইদহঃ
”প্রশান্তির খোঁজে শীতার্তদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে “মানুষের পাশে মানুষ” প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে আজ ৯ জানুয়ারি (শনিবার) রাতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মানুষের পাশে মানুষ” প্ল্যাটফর্মের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান ইমন জানান, আমরা আসলে যাদের হাতে কম্বল পৌঁছে দিয়েছি তাদের ছবি তুলি নি।
আমরা যখন বাইরে বের হই তখন অনেক মানুষকে দেখি তারা শুধুমাত্র গরম কাপড়ের অভাবে ভয়ঙ্কর কষ্ট করে চলাফেরা করছেন, ঠাণ্ডা সহ্য করতে না পেরে অনেকে অসুস্থ হয়েও পড়ছেন। আমরা তো মানুষ তাই অন্যের কষ্ট সহ্য করতে পারি না। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা “মানুষের পাশে মানুষ” প্লাটফর্ম থেকে এই কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন “মানুষের পাশে মানুষ প্ল্যাটফর্মের সংগঠক আল-আমিন, মাসুদ আল হাসান, রিয়াজ হোসেন, মেহেদী অপু,তাহাবিন ইসলাস রিয়ন, অন্তন ব্যানার্জী ও মোস্তাফিজুর রহমান ইমন।