সৌমেন দেবনাথ
খাল-বিল কেটে কুমির আনি
কুমিরের সাথে রই,
কুমিরের সাথে করি বাস
কুমিরকে বানাই সই।
কুমিরের ত্বক মসৃণ কিন্তু
চরে বুকের পরে,
জলে চরা জলজ নয় সে
থাকে আমার ঘরে।
কুমিরের যে দাঁত বিষদাঁত নয়
তবুও দাঁত কেলে,
পোষ মানাতে তটস্থ হই
খেলতে চাইলে খেলে।
কুমিরের খাওয়া যত না
তারচেয়ে চাওয়া বেশি,
কখন কী হয় যায় না বলা
রাখি রেষারেষি।
কুমিরটা বড় রগচটা
ঠোঁট দুই পাতলা আরো,
বুঝ দিতে গেলে তাকে
বেজে যাবে বারো।
কুমির যা বোঝে তাতেই সায়
সে গান কবিতা সবি,
কবিতার পাশে থেকেও যে
ব্যর্থ হতে কবি।
কুমির আমার খেলো মাজা
মাটে ঘাটে খাটি,
কুমির আমার খেলো মাথা
মারে শুধু চাটি।
ঝগড়া হলে সাবধান থাকি
ঘুমাই না হলে রাত,
বুকের পাজড় নেবে খেয়ে
মায়ায় বদলায় না জাত।