ইগো,রাগ, অহমিকা, তোর
সবই থাকবে পড়ে,
দুই টি দিনের তরে আমায়
ডাকনা নিজের করে!
আজ অহঙ্কার,কাল যে রে ছাই
আমার- তোর এই দেহ
চিরদিন থাকবে কথা
রইবো না রে কেহ।
যে গালাগাল আজ তোর মুখে
কাল রবে আফসোস,
সময় কালে সব হারাবি
ধৈর্য্যে একটু রোস।
তুই ব্যস্ত এখন ওরে
আমার হৃদয় ফাঁকা
স্মৃতির ছবি জীবন্ত হয়ে
আছে সবই আঁকা।
নীচু চোখে দেখলি আমায়
বুঝিসনি রে এই মন
তোর স্মৃতিটাই মনের মাঝে
করেছি যতন।
আজকে ব্যথার প্রদীপ জ্বেলে
আঁধার করা ঘরে
তোকেই খুঁজি আমার পাশে
তন্ন তন্ন করে।
একটুখানি মধুর কথা
ঠোঁটে ফুটুক হাসি
আজো আমি তোকেই ওরে
ভীষন যে ভালোবাসি।।