সামিমা হুসাইন সানি
আমি কালো বলে কেউ বাসেনা ভালো আমাকে
তাই নিজের কান্না লুকাতে চোখে কাজল পড়ি মোটা করে
অনেকে বিয়ের জন্য দেখতে আসে আমাকে
গায়ের রংটা কালো বলে কিছু না বলে চলে যায় মুখ বাঁকিয়ে
এমন কেউ কি আছে আমায় বুজবে
মোটা করে চোখে কাজল পড়ি কেন
তাকি কাজলে মাঝে কখনো খুজবে
সবাই আমার বাইরের রুপটাকে দেখে
ভীতরের রুপটা কেউ চায়না দেখতে।
কালো হয়েছি বলে কোথাও কি লেখা আছে ভালবাসতে নেই কালো মেয়েদেরকে?
তবে কেন এত অবগ্গা অবহেলা আমার মতো কালো মেয়েদের?
আমরা সবাই যানি খোদার আল কোরআনের লেখাও কালো কালি
তবে কেন যোতুক দিতে হয় যৌতুকে নির্যাতিত হয় কালো মেয়েদের?
কালো বলে নিজের পরিবার সমাজের কাছে পাই অসম্মান যন্ত্রনা
এরা কেন বুজেনা রুপে নয় আচার ব্যবহার চরিত্র গুনেই যে হয় ভালো
সেই মেয়েই লক্ষী মন্ত্র সুন্দরের আলো