পলি
একবার চেয়ে দেখ
আমি কতটুকু বদলে গেছি,
আমি কি সেই মেয়ে নয়
যার মনে কষ্টের ছাপ
চোখে হাসির ঝলক !
যার চেহারাতে লেখা ক্লান্তি
ঠোঁটের কোণে জমে রোদের মতো হাসি,
দেখ, আমি সেই মেয়েটি
যার সবটা জেনেই তুমি বন্ধু করে ছিলে !
যার অন্তর ঘরে
সকল প্রার্থনা জুড়ে
শুধু তুমিই থাক,
দেখ, চেয়ে আমি সেই মেয়ে
যে পোড়া হৃদয় নিয়ে
চুপি চুপি তোমার নামে প্রার্থনা করে !
সৃষ্টিকর্তা যাকে সকল সম্পর্ক থেকে মুক্তি দিয়েছে
তবুও সে না পাওয়া সম্পর্কের নামে প্রার্থনা জাহির করে !
দেখ, চেয়ে আমি সেই মেয়ে
যে রোজ খোদার কাছে তোমার নামে স্বপ্ন বুনে !
মনুষ্য সমাজ যাকে সর্বদা করে লাঞ্ছিত
তবুও সে গোপন ঘরে তোমাকেই লালন করে,
সর্বদা নিশ্চুপ দাঁড়িয়ে তোমার অভিশাপ কুড়ায় !
দেখ, আমি সেই মেয়ে
যে নিরবে কাঁদে,
তবুও তোমার জন্য অশ্রুশিক্ত চোখে কাজল পড়ে
নিরবে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করে !