আসমা আক্তার কাজল
কিযে মায়া সেই কালো দু’টি চোখে
রজনীর পৃথিবীতে মায়াবী চাওনি
উদাসী মন তাই শুধু
ভালোবাসার রঙ স্বপ্নের আবেশে মাখে।
হৃদয়ের ক্যানভাসে এঁকেছি সেই দু’টি চোখ
নিবিড় মুগ্ধ ভালোবাসায়
দিন ভর আমি সেই চেনা চোখ খুঁজে খুঁজে
পেরিয়ে এলাম ফসলের মাঠ
সোনালী রোদের দুপুর
আরো কতো অজানা নদী।
আমি চাইনা সেই প্রেমময়ী চোখ
কখনো হারিয়ে যাক,
সে থাকুক আমার চোখে চোখ রেখে অনন্ত কাল
এই বাংলার রূপের সুষমায়।
নিঃসঙ্গ কুয়াশা মাখা নির্জনতায়
বেঁচে আছি তাই,
তাকে দেখার উষ্ণ পিপাসা নিয়ে
কখন আসবে মধুময় আঁধারে
সেই কাঙ্খিত নয়ন
দু’জোড়া চোখের মিলন ঘটাতে।