এম ইফতিমাম মুরাদ
কহিও তমুদয়
তাহারে কানে কানে,
তাহারো লাগি মোর
নিঃশ্বাস রহিছে প্রানে।
যদিও অজান্তুক সে-
তব মম প্রান তাহারো লাগি
ছাড়িয়াছি সংসার বাড়ি ঘর
হয়েছি যে পথের বিভাগী।
কহিও তমুদয় তাহারে
পথের দেখাতে-
সে যেন থাকে মোর লাগি
আসিবো কোনো এক প্রাতে।
উড়াইছি মনেরো ঘুড়ি
লেখা নামে তার
কৃষ্ণচুড়ার শাখায়-
হাবুডুবু আমি তার প্রেমে
ঘুরছি মন রঙ্গীনের পাখায়।
সেথা দেখেছি কতো
ফুল অলিদের মাখো খেলা-
তখনি মনেতে তাহারে নিয়া
উড়াইছি স্বপ্ন ভেলা।
দেখিয়াছি শিমুল শাঁখাতে
মিলন ক্ষনের পাখি-
অন্তপাতে খোদাইয়ে নাম তোমা
তখনি দিয়েছি রাখি।
পাহিবার আশে খুঁজে দেখি
সর্বত্র পথেরো ধুলীকণা-
তোমাতে আমাতে অন্তর হৃদয়
করিতেছে আনাগোনা।
কহিও তমুদয় তাহারে
কেমনে ছিলাম উতলা-
যাহাতে এতো দূর চলি তার লাগি
সে কথা হয়নি আজো তারে বলা।
ঋতুতে ঋতুতে এসেছে যে
সে বসন্ত চলি-
আর কতো প্রতিক্ষায় তার
অঙ্গ পরিলো মোর ঢলি।
(সংক্ষিপ্ত)