নীল কাব্য
ভাবছি হারাবো দূর গগনে নীল সমুদ্রে গাঙচিলের বেশে
নীলে নিমজ্জিত নীল ধোঁয়াশায় নীল স্বপনে নীল কাব্য বেশে
হারাবো দূরের ঐ বন বিথিকায় সবুজের মেলায় লাল সূর্য রূপে
বিন্দু বিন্দু স্বপ্ন গুলো সাজিয়ে স্বপ্ন বাক্সে
হারিয়ে যাবো দূরো কোথাও স্বপ্ন পূরণ রাজ্যে
আছে নাকি এমন রাজ্য! জানো কেহো ভাই?
যেথায় শুধু হয় স্বপ্ন পূরণ খুন-ধর্ষণ নাই।
নারী পুরুষ যে দেশেতে নাই কো ভেদাভেদ
পুরুষ করে নারী কে সম্মান বিশেষ।
হারাবো একদিন,ইট পাথরের দালান ছেড়ে দূরের কোন গাঁয়
হৈমন্তী রূপে রইবো জড়িয়ে কৃষাণীর মুগ্ধতায়
দূর্বাঘাসে উঠবো হেসে শিশির ভেজা প্রাতে
কুমার নদীর বালুর তীরে রাঙা চরণ খেলে।
ঝিঙে দোলে, ফিঙে নাচে, ময়না গান গায়
তাই না দেখে খুকুমণি আনন্দে লাফায়।
ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকবে বড়ো উঠোন,
জোছনা স্নান করবো সেথায়,থাকবে প্রিয়জন।
জীবন যেন নদীর কুলু কুলু ধ্বনি ছন্দে বহমান
ভালোবাসা যায় হারিয়ে নিরব অভিমানে।