হাসান আলী
আবুল মিয়া এবার ভোটে
হবেই হবে জয়ী,
জয়ের জন্য অন্যের জীবন
কেড়ে নিতেও রাজি।
তাহার বিপক্ষে বললে কথা
লাগবে পিছে প্রশাসন,
এবার ভোটে জয়ী হয়ে
করবে স্বপ্ন পূরণ।
তাহার পথের বাধা হলে
তাকে করবে নির্মূল,
জয়ের জন্য করতে পারে
শত হাজার ভুল।
দিবে অনেক প্রতিশ্রুতি
রাস্তা – ঘাট নির্মাণ,
পরকালে পাঠিয়ে দিবে
যদি হয় বেঈমান।
জয়ী হয়ে গড়বে সে
কোটি টাকার পাহাড়,
অনুদান যা দিবে সরকার
থাকবে সবই তাহার।