হাসান বাবু
করোনার সাথে করিনি সন্ধি,
তবু সকলে ঘরে আছি বন্ধি।
মন যেতে চায় উড়ে
ঐ বহুদূরে,
তবুও যাইনি আমি সকলের মঙ্গলের কথা ভেবে।
হে করোনা তুমি মোদের করেছ মহান,
চিনতে শিখিয়েছ কে পর কে আপন ।
আজ আপন পরের সূত্র তুমি দিলে বদলে।
একদিকে কিছু অচেনা মানুষ রাতের আধারে দিয়ে যায় খাবার ,
অপরদিকে পৃথিবীর নিয়মে যারা ছিল আপন আসেনা তারা
আমার লাশের কাছে।
কে আপন কে পর
আজ বুঝা বড় দায়।
লন্ড ভন্ড করে দিয়েছ আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে,
বৃদ্বা অঙ্গুলী দেখিয়েছো সময়ের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি কে।
ধর্ম বর্ণ গোত্র দেখনি তুমি,
অনেকটাই স্থবির করে দিয়েছ পৃথিবীর মোড়লদের।
এখনই উচিত শিক্ষা নেয়া আমাদের সকলের।
মহান সৃষ্টিকর্তার কাছে করজোরে করি প্রার্থনা
একটা মানবতার, মনুষ্যত্বের পৃথিবীর জন্য করি আরাধনা।