প্রথম প্রথম অনেক কেঁদেছি জানো?
রাস্তায় দিশাহীন নরনারী,
লক ডাউনের নামে এক নতুন বিদঘুটে শব্দের আস্ফালন,
প্রতিশ্রুতির নামে নিদারুন প্রহশন,
কিছু মানুষ ঠিক মানুষের মতন
মুখোশ নাকী আসল সন্দেহ ভীষন।
মাঝখানে এলো আরেক জ্বালা
“সীমিত পরিসর”র অবাক খেলা
পরীক্ষা ছাড়াই রিপোর্ট মেলা
সাহেদ পাপিয়া তো শুধুই চ্যালা
আসল যারা কোথায় তারা
সময় কাটে করে অন্বেষণ।।
এখন আমরা ভীষন স্বাধীন
মউজ মাস্তিতে কাটে যে দিন,
সবই চলে শিক্ষা ছাড়া
মাঝে মাঝে মসজিদে বারণ।
কোথায় করোনা?
এসব বলোনা-
আমরা এখন উন্নত জাতি,
মাথায় ডিজিটালের বিরাট ছাতি,
দিনকে এখন রাত্রি বানাই,
কখন জাগি কখন ঘুমাই
অনেকদিন ভোর দেখিনা
মাঝে মাঝে ম্যাজিক দেখি
ও করোনা!! আহ করোনা!!
আর কখনও জিগাওনা,
করোনা কালে বলতে মানা,
কেমন আছি দেখছো না ভাই
দেশের জনগণ।!!
সাইফুল ইসলাম
ঢাকা বাংলাদেশ