রাজধানীর কমলাপুরের গার্মেন্টসের অগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কমিটি গঠন করছেন।
আজ ২৪ জানুয়ারি রোববার সকাল ৭টা ৪০ মিনিটে কমলাপুর বাস ডিপোর পাশে অলি গার্মেন্টসের ৬ষ্ঠ তলায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
এতে হতাহতের কোন খবর না পেলেও এখন পর্যন্ত অগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এবিষয়ে অপরাহ্নে খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নান’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, কমলাপুরের গার্মেন্টসের অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ একটি কমিটি করে দেবেন।
কমলাপুর বাস ডিপোর পাশে অলি গার্মেন্টসে রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ভয়াবহ আগুন লাগে।