কবি আর সাধারণ সে কী এক কথা!
সাধারণের চেয়ে কবি দিব্যি বেশি দেখেন-
দেখাতেও পারেন।
কবি নিজ গুণেই নিতান্ত মূল্যবান,
যোগ্যতা অর্জনের জন্য তাঁর নাটকীয় পরিবেশের পোশাক পরার দরকার হয় না।
সাধারণের কথা ইন্দ্রিয়কে তৃপ্ত করে না
নিছক ঊষর, আবেগহীন, কুৎসিত যত কথা আছে
সাধারণের মাঝেই তা বিরাজমান।
কবির কথা শুনলে প্রজ্ঞা বাড়ে,
জ্ঞান বাড়ে, বিচার বাড়ে, বিবেচনা বাড়ে
হৃদয় প্রশস্ত ও ঐশ্বর্যমণ্ডিত হয়
অনুভূতির মূলধন বাড়ে।
কবি কথা না বললে জীবন নিতান্ত একঘেয়ে হয়
বুদ্ধি আর বিত্তেরা শুকিয়ে মরে।