আহাদুর জামান
কবিতায় তোমায় খুঁজেছি মুজিব,কত মন খারাপের ভীড়ে,
কলম তরী দাঁড়িয়ে তোমার মধু মতির তীরে,
শব্দ গুলো জোয়ার হয়ে আবার আসবে কখন ফিরে?
মধুমতি নদীর তীরে সেই আশায় আছি বসে।
কবিতায় তোমায় খুঁজেছি মুজিব কত মন খারাপের ভীড়ে,
আমার ছোট্ট স্বপ্ন গুলো একলা বসে ঘরে;
শুনছে অলি,শুনছে গলি, বাংলার আকাশ জুড়ে।
বাংলার শ্যামল মাটি থেকে ঠিক শতবর্ষ পরে
পৃথিবীর মানচিত্রে ৭ই মার্চের ভাষণ করেছে স্থান।
আমার কবিতার ছিন্ন পাতা আঁস্তাকুড়েই পড়ে,
কবিতায় তোমায় খুঁজেছি মুজিব কত মন খারাপের ভীড়ে।