যতই পারিস পোড়াতে আমায়
আমি পুড়ে হইবো ছাই,
তবুও, আমি ছাড়বো না তোকে
তোকেই আমার চাই।
নীশি রাতে ঘুম ভাঙিলে
কান্দি বসে একা একা,
নয়নের জলে বুক ভেসে যায়
পায়নি যে তোর দেখা।
বুকের ব্যথা বুকেই থাকে
চেপে রাখি মনে,
সোনা বন্ধু বোঝে না রে
কী? কষ্ট রাতে দিনে।
ঘুমের ঘোরে অনুভবে স্পর্শ পাই
হাত বাড়িয়ে ধরতে গেলেই নাই,
অনুভূতির পোড়া গন্ধ
বাতাসে উড়ে তাই।
প্রেম অনলে পুড়তে পুড়তে
অবশিষ্ট আর কিছুই নাই,
অঙ্গার হওয়া এই মন আমার
শুধু তোর ভালোবাসাই চাই।
প্রেমানলে পুড়বে তুমি যত
প্রেম খাঁটী হবে তত,
আসল প্রেমে কঠিন ব্রত
সম্পর্কটাও হবে শক্ত তত।
অসংখ্য ধন্যবাদ
[email protected]