বাগেরহাট প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ ওস্তাদ কালীপদ দাস আজ বেলা ১২টা ৩০ মিনিটে খুলনা বাইতি পাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ হাদিস পার্কে নামে মানুষের ঢল। একবার শেষ দেখা দেখার জন্য স্বাস্থ্যবিধি মেনে সকলে শ্রদ্ধা নিবেদন করে।
জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী সহ খুলনার অসংখ্য সাহিত্য সংগঠনের প্রতিনিধিগণ পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে এই গুণীজনকে শেষ বিদায় জানান।
বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ, খুলনার পক্ষ থেকে বিকেল ৪টায় ওস্তাদ কালীপদ দাসের মরদেহে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।