বাবুল আকতার
এসো না এসো না আর আমার পিছু,
এ জীবন কখনো উঁচু কখনো নিচু।
তোমার সামনে খোলা মাত্র দুটি পথ,
একটি অসহ্য দূর্গন্ধময় আবর্জনা,
অন্যটি মহামূল্যবান সোনার রথ।
আমি জানি তুমি কোন পথে যাবে ?
যেতে যেতে এই আমাকে হারাবে,
আমি হারিয়ে যাব আগ্নেয়ের লাভায়,
স্পর্শ করবে ?
পুড়ে যাবে তোমার হাত,
ঘাড় ভেঙ্গে যাবে আমার হিংস্র থাবায়।
এসো না এসো না আর আমার পিছু,
তোমাকে চিনতে হবে জানতে হবে,
বুঝতে হবে এখনো অনেক কিছু।
কেন বেদনাকে সঙ্গী করতে চাও?
অযথা অশ্রুধারায় নিজ বুক ভাসাও,
এখনে নয় ওখানেই তোমায় মানাবে বেশ,
মেনে নাও নিয়তির এ পিচ্ছিল আদেশ।
এসো না এসো না আর আমার পিছু, ধরে নাও আমি এক অবুঝ শিশু।।