তাপস কুমার বর
(পশ্চিমবঙ্গ,ভারত)
যখন আমি চলেছি অরণ্যের বুক চিরে,
শঙ্খচিল তুমি জাগিয়েছো স্বপ্ন,
আমার মনের সাধ গুলোকে ।
এসো হে মিত্র,
আমার প্রিয় জীবনানন্দের শঙ্খচিল হয়ে ।
তুমি কোথায় উড়ে যাও?
নিয়ে চলো আমাকে সাত সাগরের পাড়ে,
আমার সব দুঃখ গুলো মলিন বদনে থাকবে,
তুমি কি দেখতে পাবে শঙ্খচিল?
তুমি কি চাঁদকলঙ্কের কালি ছেটাবে?
আমার স্বপ্ন থাক সমুদ্র তীরে ।
কত ঝিনুক কুড়িয়ে,
মালা গাঁথবো বসে ,
শঙ্খচিল আমার বিবেক আত্মা কাউকে খোঁজে?
সে তো আজ থেকে দশটা বছর আগে ,
ওই সমুদ্র তীরে মাটিতে প্রোথিত আছে ।
আমার বিবেক কাঁদে,
যাকে বসেছিলুম এত ভালোবাসা দিয়ে,
সেই বিবেকের কোলজে ছিঁড়ে,
সে দশটা বছর ধরে ওখানে ঘুমিয়ে আছে !
আমি আসি তার খোঁজে বারে বারে ,
শঙ্খচিল তুমি তার আত্মা নিয়ে,
এসেছো কি আমার কাছে?
এখুনি আমার হৃদয়ে এঁকে দাও তুমি,
চাঁদ কলঙ্কের দাগ ,
আমার মলিন বদনে,
যেখানে আমার ভালবাসা প্রোথিত রয়েছে,
দশটা বছর ওই সমুদ্র তীরে!