মায়ানমারে সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে যার মাধ্যমে জরুরী অবস্থা ঘোষণা করতে পারে তারা। তারই প্রথম পদক্ষেপ হিসাবে বর্তমানে সেই পথে হাটলো সে দেশটির সেনাবাহিনী।
তারা আগামি এক বছরের জন্য দেশটিতে জরুরি অবস্থা ঘোষনা করেছে এবং সকল রাজনীতিক কার্যক্রম স্থগিত করে দিয়েছে।
তারা দেশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট, অং সানং সুচি সহ বহু রাজনৈতিক নেতাকে ইতিমধ্যে আটক করেছে এবং রাজধানী সহ প্রধান সকল শহর গুলো দখর করে নিয়েছে।
সেই সাথে আন্তজাতিক সকল যোগাযোগ যথা সম্ভব বন্ধ করে দিয়েছে এবং দেশের অভ্যন্তরিন মোবাইল, ইন্টারনেট ও গনমাধ্যম সমূহের যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন।
যদিও ঘটনাটি উস্কানিমূলক এবং খুবই ঝুঁকিপূর্ণ। তবে আশা করা যায় তাদের এমন পদক্ষেপ জনগনের তীব্র বাঁধার মুখে পড়বে।
কিন্তু সে দেশের প্রেসিডেন্ট জনগনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংযত আচরন করতে আহ্বান জানিয়েছেন।