এম ইফতিমাম মুরাদ
চোখের কোনে জমে আছে
এক পশলা বৃষ্টি,
কষ্ট,ব্যথা,বেদনায়
হয়েছে তার সৃষ্টি ৷৷
একা একা সইবো কতো
মনের নিরব ঝড়?
কখোন যে সবাই আমায়ে
করে দিলো পর!
ওগো চাঁদ রাতের তারা
তোমারা কি টের পাও,
আমার সাথে তোমারাও নাকি
নিবর ব্যথা সও?
হে মোর আত্না চিত্ত বিত্তি
উত্তর কি এর পাবো?
নাকি সারা জীবন এমনি করে
ব্যথা সয়ে যাবো?
জানি আমি শেষ বেলাতে
আসবে সে জন ঘরে,
সেই অপেক্ষায় ছোট্ট চোখে
অশ্রু কি আর ধরে?
দিনের শেষে রাত্রি আসে
বসে চাতক পাখি,
আর কতো কাঁদবো ভরে
কপল ভেজায়ে আঁখি?