আল আমিন শাহেদ
সকাল বেলায় মিষ্টি হাতে তৈরী করলে চা
শত বলার পড়েও আমার ভাগ্যে জোটল না
কেমন করে পাব আমি থাকি বহু দূর।
সকাল বেলায় রওয়ানা হলেও পেরিয়ে যাবে দুপুর।
দুপুর গেল, বিকাল গেল আসলো সন্ধ্যা বেলা
রাতের বেলায় গেলাম আমি খেতে তোমার চা।
চা তো আর চা রইল না হয়ে গেল টা
নানা রংয়ের বাহারি খাবার সামনে তো রাখা।
মিষ্টি বললে তুমি আগে খেয়ে নাও
চা তোমায় খাওয়াবো আমি মিস করবো না।
সকাল বেলার আমার সামনে রাখা আছে
নতুন করে চা যে আবার আরে কাপে আছে।
ভালবেসে সকালের চা দিলাম আমি মুখে
খিলখিলিয়ে হাসি রুল পড়ল চর্তুদিকে।
ভালবাসার চা হোক ঠান্ডা মিষ্টি আছে তাতে
সাত সমুদ্র তের নদী আটকাতে নাহি পারে।
শরবতের ন্যায় চায়ের পানে তৃষ্ণা মিটে যায়
ভালবাসায় বিষ পানেও মধু হয়ে যায়।
তুমি আমায় ডেকে নিয়ে বলো চোখ রাঙ্গিয়ে
তুমি একটা বড্ড পাগল নয়তো এত দুরে আসে?
তোমার হাতে চায়ে জাদু আছে, আছে ভালবাসা
চা পানে প্রেমে তৃষ্ণা মিটে গেল রাতে।
ভালবাসায় থাকবে বিশ্বাস নিঃশ্বাসে থাকবে মন,
মনের দাম মন দিয়ে ভালবাসার প্রত্যয়।