হে একুশ তুমি নব সব সাজে।
ঘুরে ফিরে এস আমাদের মাঝে।
তুমি জাগাতে এসেছ মোদের হৃদয়,
স্মরিতে বলিছ সেই সে বিজয়।
কন্ঠে তোমাকে করেছি ধারন।
জিন্না সে মধু করেছে হরন।
সে ছিল মোদের হৃদয় রানী,
আজও বহিছ তুমি সেই বজ্রবানী।
তুমি সহ্য করেছ অনেক ঝটিকা।
আদায় করিতে বিজয় মালিকা।
হিরা উদ্ধারে যারা দিয়েছিল প্রাণ।
প্রতীক হয়ে তুমি তার রেখেছ সম্মান।
জাগ্রত তুমি আজ দেবতার সম।
শিহরণ দাও তাই হৃদয়ে মম।
বেঁচে থাক তুমি তাই চিরকাল ধরে।
সাক্ষী হয়েছ আজ বাংগালির ঘরে।
রাখতে তাদের অস্তিত্বের ছাপ,
তুমি যে একুশ এক ফুটন্ত গোলাপ।