বাতায়ন24 ডেক্স রির্পোট
করোনাকালীন মহামারির দ্বিতীয় আসন্ন পরিস্থিতির কারনে এবার অমর একুশে বই মেলা হচ্ছে না ফেব্রুয়ারিতে,তবে জ্ঞান পিপাসু পাঠকদের কথা চিন্তা করে বইমেলার ভার্চুয়ালি আয়োজন করছে বাংলা একাডেমি।
বই মেলা আয়োজন কমিটির সূত্রে জানা যায় যে, অমর একুশে বই মেলা উপলক্ষ্যে বাংলা একাডেমি,শাহবাগ, সোহরাদীন উদ্দান সহ আশে পাশের পুরো এলাকা হাজার হাজার জনসমাগম ঘটে এবং এত বিশাল আয়োজনে কোন মতেই সাস্থবিধি মেনে কাজ করা সাধারনের জন্য সম্ভব নয় আর সে কারনে এবার বই মেলা অনুষ্ঠিত হচ্ছে না।
তারপরও লেখক, পাঠক ও প্রকাশকদের কথা চিন্তা করে বইমেলার ভার্চুয়ালি আয়োজন রাখছেন বাংলা একাডেমি।
যাতে করে পাঠকরা ঘরে বসে বইমেলার মত একসাথে সব বই পাওয়ার সুযোগ পেতে পারেন।
আরো জানা যায় যে, ফেব্রুয়ারীতে বইমেলা না হলেও বছরের যে কোন সুবিধাজনক সময় তা আয়োজন হতে পারে এবং তা পরে জানানো হবে।
জনসাধারনের সাস্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে এবং ঘরে বসে নিজের পছন্দমত বই কেনার জন্য আহ্বান জানানো হয়েছে।