একুশ তুমি লুকিয়ে আছো
হাজার বাঙালীর হৃদে ।
বাংলার মা ঘরে ঘরে
আজও তাই কাঁদে ।
বাংলার মত প্রাণ দিয়েছে
ভূবন জুড়ে কি কেউ ?
আছে কি ভাই এমন
হৃদয় জাগানো ঢেঊ।
বাঙলা হলো সবুজ রাঙ্গা
লাল সবুজের দল ,
সবুজ যেন লাল হল
ঐ নিরব কোলাহল।
একুশ যেন ঘুমিয়ে আজ
মায়ের বুকের নিগূড়ে
একুশ তোমায় স্মরি
যেন রাত্রি দিন দুপুরে।
প্রভাত বেলা ফুলের মালা
পড়াব কার গলে,
সে নিশিতে নিদ নাহি যে
আঁখি ভরে জলে।
ফুল তুলি আর গান গাহি
যে ফুলের মালা গাথি
ফুল গুলো মোর তাঁর তরে
যেন জুড়ে আছে স্মৃতি ।
একুশ যারা আনল, তাঁরা
স্মৃতি ভরা মন।
নিরবে তাই অস্রু ঝরে
করিলে দর্শন ।
(সংক্ষেপিত)