নাহিদ হোসেন নিরব
মনটা আজ ভীষন খারাপ
বারবার চোখ ভিজে উঠেছে
জল সিক্ত চোখ মুছে ফেলার সাথে সাথে
তা জলে ভরে যাচ্ছে।
কি যে করবো, বুঝে উঠতে পারছি না।।
নিঃসঙ্গতা আমার চারপাশ জুড়ে,
একাকীত্ব আমার মনের মাঝে
তবুও মনটা যে আজ খুব অস্থির
জানালার এককোনে চুপচাপ
আকাশের দিকে তাকিয়ে আছি।।
নিজেকে কোনো ভাবেই
সামলাতে পারছিনা
বৃষ্টি নামতে শুরু করেছে
আমিও থেমে নেই
কষ্টের সীমা আমায় বাধ ভেঙ্গে দিয়েছে।।
আমি আর সহ্য করতে পারছি না
আর তাই সুতা বিহীন, ঘুড়ির মতোই উড়ে চলেছি,
একা নিঃসঙ্গতাকে ভালোবেসে,
অশ্রুসজলে।