রজনীর নিকশ কালো পদ ভারে
নিস্তব্ধ ধরনীর বুকে সেদিন দেখেছিলাম
গগনের নীল বুক হতে একটি নক্ষত্রের পতন,
গহন হৃদয়ে জেগে ওঠে একটা দীর্ঘশ্বাস
পৌষের হাড় হিম হাওয়া আঘাত হানে বুকের কপাটে।
তুমি আমাতে আছো মিশে নিঃশ্বাসে প্রশ্বাসে
আমি তো নেই ও মনের কোথাও কোন আনাচে কানাচে।
আমিও একদিন হারিয়ে যাবো সয়ে না পাওয়ার সব বেদন,
জানি তুমি সেদিন ভুলে ও দেখবে না সেই নক্ষত্রের পতন।
আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা “বাতায়ন ২৪” সাহিত্য পত্রিকার সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলকে।।।